কবিতাঃ "সূর্য সন্তান" রচনায়ঃ AdiL Hossain


 

🌹🌹🌹🌹🌹"সূর্য সন্তান"🌹🌹🌹🌹🌹

 

                  #একাকীত্ব_লেখক 

           হে বাংলার বীর সূর্যসন্তান,

              তুমি আছো মোর হৃদয়ের ক্যানভাসে।

 

             বিরহ বিরলে স্বাধীনতা খুঁজে যায় সারাদিন

                     প্রবাদে শুনেছি,

                           স্বাধীনতা অর্জনের চেয়ে,

                                       রক্ষা করা কঠিন।

 

                     হে বীর সূর্যসন্তান

                            তোমার চরণ মাঝের মাটি,

               আজ আমি লাগিয়ে কপালে,

                            উঠেছি তব জেগে রণ বুকের মাঝে।

 

                     হে বীর সূর্যসন্তান,

                            তুমি যদি পারো তবে,

                     চলে এসো এই রণ যুবকের মাঝে।

 

                     তুমিতো আসিতে পারিবে নাকো জানি,

                            তাই আজও রেখেছি মনে,

                                          ৭ই মার্চের বাণী।

 

                   হে বীর সূর্যসন্তান,

                            তোমার কথা ভাবতে ভাবতে,

            মনে পড়ে গেল, ১৯৭০-এর

                        সংখ্যাগরিষ্ঠ বিজয়ের সুরধ্বনি।

 

               হে বীর সূর্যসন্তান,

                      তুমিতো জানি তুমি অন্য কেহ নও!

 

      তুমি বাংলার আউল-বাউল,দেউল বীর সূর্য সন্তান,

 

                    💞 তুমিই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান💞💓

       


🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 @
প্রিয় ব্যাক্তি কে নিয়ে শতবার্ষিকী উপলক্ষে লিখালিখি.....

Comments