অসুস্থতা ও নিয়ামত || আদিল হোসেন

 


অসুস্থতা ও নিয়ামত

-আদিল


অসুস্থতা হচ্ছে মহান আল্লাহর বড় একটা নিয়ামত।
অসুস্থ না থাকলে সুস্থতার মত অফুরন্ত নিয়ামত সম্পর্কে অনুধাবন করা সম্ভব না।
মহান আল্লাহ নিশ্চয় তার প্রিয় বান্দাদের প্রতি বিশেষ ভালোবাসা কারণেই তাকে অসুস্থতার মধ্যে দিয়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করান।
এবং তার ধৈর্যের ক্ষমতাকে পরীক্ষিত করেন।
আর নিশ্চয় মহান আল্লাহতালা "ধৈর্যশীল মানুষদের পছন্দ করেন।"
আল্লাহর এই নেয়ামত পেয়ে আমি শুকরিয়া আদায় করছি তার প্রতি"আলহামদুলিল্লাহ"...!!!
আমার অসুস্থ থাকাকালীন সময়ে যে সকল বন্ধুবান্ধব এবং আমার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে পেয়েছি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
গোপালগঞ্জের কিছু মানুষ রয়েছে তাদের উপকার ভুলতে পারবো না চিরকাল... চিরকৃতজ্ঞ থাকবো।
সকলের জন্য দোয়া এবং নিজের জন্য শেফা চাই সেই মহান আল্লাহর দরবারে যিনি কিনা আমাদের সৃষ্টি করেছেন।
আমাদের সবাইকে কবুল করুক, হেদায়েত দান করুক।
আমিন❤️🖤

Comments